দিগন্তের অশ্বারোহী

Share on facebook
Share on twitter
Share on linkedin

সমর চক্রবর্তী

রক্তের নিঝুম দ্বীপে মানুষ কখনো সে বর্ণ শব্দ হয়,

ভাষার আকাশে কখনো বিষন্ন করবী, কখনো শোণিত গোলাপ।

অবিচ্ছিন্ন সম্পর্কের যমজ জোছনায় বায়বীয় সে প্রজাপতি

উজ্জ্বল তারার অন্ধাকারে কালো জলের উপর

গভীর ছায়া ফেলে লিখে যায় শুধু নিজের নাম

একরৈখিক স্বপ্নডানায় মৃত চোখ শুয়ে থাকে

ছক কেটে জন্ম নেয় আগুনের পাখি,

নিদ্রার ভেতর ঘুমের পালক খসে যায়

ঘুমিয়ে পড়ে মনোভূমির উদ্বান্ত ছায়া!

পাখিময় মনবৃন্তের ফুল উড়ে যায়-উড়ে যায়-

অশ্র“বিন্দুর রেখা ধরে-স্বপ্ন রেখার উপর

গড়িয়ে গড়িয়ে কোথায় যায়?

কেউ না কেউ না ধ্বনি একটি সুতোর উপর দিয়ে হাঁটে

যেনবা মরুভূমি দিগন্তে জনবিন্দুর নিঃশব্দে হেঁটে যাওয়া…

এইতো শব্দফুল

রহস্যগুচ্ছর আলস্য ভেঙে কবিতার পংক্তিতে জেগে ওঠে।

মন্তব্য: