দেখা হবে

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিকাশ মজুমদার

এ পথেই দেখা হবে আরবার 

রক্তঋণ রয়ে গেছে

রয়ে গেছে শহীদের মুঠোবদ্ধ হাত অগণন

থেতলে যাওয়া সাহসের ঋজু অবয়ব। 

যদি বা দুর্লঙ্ঘ দিন 

দুঃশাসন তেড়ে আসে লোলুপ নয়ন

তবুও সে পথে শেষ মঞ্চ রাজপথে

আরবার দেখা হবে শেষযুদ্ধ শেষে। 

জোছনা ডানার কবুতর 

প্রশান্ত নীলের আকাশ 

শহীদের সমাধির প্রভাত আলোয় 

আরবার দেখা হবে। 

তুমি আসবে ঃ বিপ্লব

লালমদ পান করা মাতাল সময়

তুমি আসবে

রাজপথ ভেসে যাবে

সহস্র জীবনের আগমনী গান

বিনিদ্র রাত্রির শেষ প্রহরে। 

‘লাল হবে বলে পূর্বকোণ’

প্রতিটি ভোরের পাখি রোদতপ্ত দিবসের স্বপ্ন প্রার্থনায় 

স্বস্তিক আলপনা আঁকে ঝড় তোলে আকাশ মাটিতে। 

যাত্রা শুরু হবে বলে

অন্তহীন মিছিলের ঘরে ঘরে যুদ্ধের শেষ আয়োজন

তুমি আসবে দাঁতাল সময়বিনাশী 

রক্তের অক্ষরে লেখা হবে নাম।

মন্তব্য: