দ্বিতীয় জন্ম

Share on facebook
Share on twitter
Share on linkedin

অপু মেহেদী

মৃত্যুর পর মানুষ জেনে যায় পূর্ব জীবনের সকল গােপনীয়তা।

অতীতবিষয়ক বিলবাের্ডে তাকিয়ে দেখি চিত্রল নিয়তির সাথে চলে জীনগ্রস্থ আবেগের অবিরাম জুয়া। অবিশ্বাসের ত্রিভূজ আঙিনার দিকে বেঁকে যায় সকল বাউরি সম্পর্কের রাহস্যিক ঠিকানা। স্মৃতির নাভিমূলে ভেসে থাকা এঁটো প্রেম বাজায় তীক্ষ্ণ খুনসুটির বেহালা।

হেয়ালীপনার এক অবাক উপস্থিতি টের পাই বস্তুপৃথিবীর ভুলগুলির মাঝে। পরজন্মে যদিও আমি এক উনগল্পের ফেরিওয়ালা, তবুও চোখের ককপিটে ভেসে থাকে তােমার কৃষ্ণকুমারী দেহকল্প। আমার পকেটভর্তি রকমারী সত্য মিথ্যা নিয়ে ফেরি করি তােমার আমার পূর্বজন্মের বায়বীয় গল্প।

মােড়ক দেখেই মজেছিলাম পণ্যের প্রেমে। তােমার বানিজ্যিকতা টের পেলে, আমিও হতাম এক ধূর্ত মহাজন।

মন্তব্য: