দ্বিতীয় কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

হাসান আল আব্দুল্লা

সমন্বয়ের পিঁপড়েগুলো ঘাড় গুঁজে

অহোরাত্র এভাবে দাঁড়ায়

খাদে পড়া সিংহের মতন জলের তাণ্ডব

হুইলচেয়ারে কবি, স্ত্রী এখন মৃত

ঝড়ে পড়া বটের শাখায়

বানর কুড়ায় ফল সেখান থেকে

বাজতে থাকে সানাই অবিরল

বাজলে বাজুক মৃতের গুহায়

তবুও সাতশ’ চিল–

হুইলচেয়ারে কবি, স্ত্রী এখন মৃত

সমস্যা নয় কাকগুলোও

কারণ লুঙ্গি ছেঁড়া, তার ভেতরে

দৌড়ে হারায় দুষ্টু বালকেরা

আশান্বিত মহাবিশ্বের তলায় বিরাট ফুটো

হুইলচেয়ারে কবি, স্ত্রী এখন মৃত

পায়ের নিচে সর্ষে তো নয়

অসংখ্য খড়কুটো

নাচলে হাওয়া মুচকি হাসে

ঘাড়টা তবু ভাঙা

চেয়ারখানা উল্টে গেলে

দিন দেখা যায় রাঙা

হুইলচেয়ারে কবি, স্ত্রী এখন মৃত

মন্তব্য: