ধানশীষের ঘ্রাণ

Share on facebook
Share on twitter
Share on linkedin

মুজাহিদ আহমদ

প্রিয় দেশ আমার। প্রিয় মাতৃভূমি তােমার শরীরটা পেচিয়ে রেখেছে বরফের সাপ। তুমি কখনাে ধূসর আবার কখনাে নীল হয়ে উঠছাে। মাঝে মাঝে নীল থেকেই যাও প্রজন্মের হিসেব-নিকেসের টালিখাতায়। প্রিয় দেশ, তােমার জন্য বড় মায়া হয়;

কষ্ট পাই এমন পরিনাম দেখে। চার দিকে মৃত্যুর ফাঁদ; কাঁটা তারের জাল- তারপরও ভিনদেশি সাপের অবাধ প্রবেশ। ছঁবলে ছুঁবলে বিষাক্ত করছে তােমার শরীর; স্বর্ণতুল্য মাটি। দেখিনি কেমন ছিলাে পিতামহের চেহারার আদল- ঠিক তেমনি তােমারও মুখের আদল চোখ থেকে মুছে যাচ্ছে- ভুলে যাচ্ছি ধানশীষের ঘ্রাণ; শালিকের গান। পাল তােলা নাও আর আসে না ঘাটে। বেমালুম ভুলের ভেতর শ্যামল রঙ, রামধনু।

বিষে বিষে নীল হয়ে গেলে প্রিয় দেশ; মাতৃভূমি। বট আর বট ফলের বিপরীতে জন্মিছে ঐশীর মতাে অভিশাপ ।

মন্তব্য: