নিখিল নওশাদ এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মুক্তি-দুই

কবিতাকে না হয় এড়িয়েই গেলাম শেষমেশ

কিন্তু মধ্যরাতের হৃদয়মৈথুন?

সারাটা শহর ঘুরে আমিতো পেয়েছি কেবল

এক মুখোশধারী লিচু ও লবনের গল্প

মানে, ঘামে ভেঁজা মানুষের অন্ত:স্থ খয়েরী বেদনার বীজ

এ কালজুরে সপ্নে ও সঙ্গমে মানুষ কেবলই জন্মাচ্ছে

যাপনের যন্ত্রনা…

তবে কি আমিও বলছি এরকম-

হে এডওয়ার্ড পার্কে হেঁটে যাওয়া ছায়া-বিকেলের প্রেম

তোমার লেহন-জ্বালা, অভিমানি আঁখি

উরে যাওয়া সমস্ত কর্কস কাক নিয়ে যায় নীড়ের স্বপ্ন

কোন পুঁজির দেশে!

আর ঘুমে ও নির্ঘুমে চোখে ও চেতনায়

বস্তি ও বেশ্বালয়, উত্তরের উলঙ্গ কার্তিক আঁকে

ভর্ৎসনার ভূগোল-পৌরুষ হারায় আমার পুরোটা জীবন।

তবে, কমরেড এবার মিছিলে যাব, মুক্তির…

মন্তব্য: