নিরোদ ঘোষ-এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিষাদে পোড়ায়ে চোখ

বিষাদ প্রভুত্ব বিস্তার করল যখন- বিষাদ

পোড়ায়ে চোখ,

আবেগময় প্রদোষে ছাড় করে আগমনের সময় কাল

আমার ঘরে বাইরে বিষাদের ছাপ

মায়াবীর নিদ্রালু দু’টি চোখ

সমূহ আকাঙ্খাকে অনুসঙ্গ করে

আক্রমনের বহির্ভূত চোখের নিদ্রাফলক

বিষাদের আঁধারে এক রাত্রিহীন মিষ্টি-মোহ শোক

চোখ পোড়ামিত্র চোখের তারা ছুঁই ছুঁই অভিমান

এখানে মৃৎফলকগুলোর লুটিয়ে পড়া প্রাণ।

নিবিড় নীরবে যে বসন্ত চলে গেল

আশার কাছাকাছি যে প্রণয়ী একরাশ কান্না লুকালো

আমি আশার বদলে নির্মম প্রস্থানের দিকে ধাবিত হলাম।

এই প্রতিহারী জীঘাংসা নতুনত্ব কিছু নয়

এমনিভাবে নিবিড় নীরবে কতো বসন্ত চলে গেল।

এ যেন মহত্বের বদলে নিবিড় পরাজয় বেদনার উল্লাস

নীল নীরব জীবনের আশা আমার নিবিড় নীরবে আসা যাওয়া।

মন্তব্য: