নির্দলীয় মেঘ

Share on facebook
Share on twitter
Share on linkedin

শেখর দেব

রাস্তাগুলাে ক্রামগত মাথার উপর দিয়ে চলে যাচ্ছে নিবিড় গতির ভেতর। পাক খেতে খেতে উল্টে যায় মগজের সমস্ত নিউরণ। বাতাসে বিভাের কাগজের অবিকল উড়ে যায় প্রেমাসক্ত খামগুলাে, যার ভেতর বেদনার তীব্র অক্ষর লাইনচ্যুত হয়ে ছড়িয়ে যায় এলােমেলাে। তুমি শীতনিদ্রার ঘােরে ঝিম মেরে থাকা কাছিম গুটিয়ে নিয়েছ সম্পূর্ণ মায়ার অনুরাগ।

হৃদয় আজ নিপুণ পেট্রোল বােমা, পুড়ে অঙ্গার নিরাপদ নিয়তির শরীর। পথের ক্ষত বুকে নিয়ে ক্লান্ত পাগল প্রাণ কাদে শিহরণ জাগে চিরন্তন। কতােবার ডাকলে দিবে সাড়া- বলে যাবে চলাে- আবার চলাে যুগপৎ শিরার শিহরণে তুলে নিয়ে স্বর্গীয় আমেজ। এসবের মাঝে নির্দলীয় মেঘ উড়ে উড়ে আসে নতুন ভুবনে। চলাে এসব ঘটনাবহুল হস্তারক সময় ছাড়িয়ে গড়ে তুলি মগ্নকাল যার কাছে স্পে দিতে পারি বাকিটা মনন।

মন্তব্য: