নূরুল হক – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

সুখের ঘুুণুর

বৃক্ষের ভান্ডারে থাকে মায়াশব্দ, বুভুক্ষু হীরক

যখন তুমিও যাও তার কাছে

অবনত সুখে

তােমার কোরান পাঠ শুরু হয়

পােকা আর মাটির হৃদয়ে

পাখি আর নদীদের জল সম্পদের

দ্বীপ জ্বেলে

বাজাও নদীর তীরে

গভীর জীবন,

সুন্দর স্বপ্নে ধৌত,

প্রাচীন পুরুষ যেন অবেলায় তুমি

কোরান শরীফ যত্নে অন্তরস্থ করে

ক্রমে ক্রমে লীলায়িত অসীম হাফেজ হয়ে যাও

হও সুখের ঘুণুর।

খালিঘর

তােমার মুখের দেখা যদি না-ই মেলে

তাহলে এ প্রাণের কি মূল্য থাকে?

আমি শুধু একটিমাত্র

সংখ্যা হয়ে ঘুরি

জীবের জগতে।

এক একটি শব্দ যেন খালিঘর

নির্জীব উঠানে

ভাঙা বেড়া, ফাকা হাওয়া নিয়ে

এলােমেলাে, রক্তহীন দোলে।

মন্তব্য: