পথ এবং মাটির ঠিকানাগুচ্ছ

Share on facebook
Share on twitter
Share on linkedin

হাবিব সিদ্দিকী

ক.

পা ফেলছো!

মাটি কিন্তু ছুঁয়েছে তালু, বালু নড়ছে। মন বলছে

প্রেয়সীকে খোঁজে পেতে রোদ্দুরে দূরে যতোদূরে রয়েছে

অন্দরমহলে, গৃহে

খ.

পাখি শিষ দিবে, জলে ঢেউ উঠবে, মনে দাগ পড়বে

মুঠোফোনে কথা হবে

তাই বলে

তুমি কি আমাকে

প্রেমপত্র লিখবে না?

গ.

অবুঝ মন

আর

স্বপ্ন ভুবন, এক পথে নয়। মাটিতে ঘাসের বি¯তৃতি

মুদ্রা মেলানো তৃষ্ণার্ত চুমোক নয়। আকাশের মেঘে

পাখির পালকে

জীবনের পালঙ্ক নয়। শুধু ধূ ধূ একাকীত্ব!

ঘ.

আমি যাবো না

আমি পাবো না

পরস্পর পরস্পরে পরিচয়পত্র।

ঙ.

হৃদয়ের কপাট খুলে দেখো, তার ভেতরে রয়েছে

কী কঠিন এক অজানা ঠিকানা। অসীমে খোঁজে ফেরা

পথ এবং মাটির ঠিকানাগুচ্ছ, স্বচ্ছ।

মন্তব্য: