তুষার প্রসূন 

জোড়াচোখ পড়ে আছে ধুলোর পরে পথের খোঁজে…

প্রেগনেন্ট হাইওয়ে. ঝাঁ ঝাঁ রোদ্দুর, চায়ের ঘাম

মিলেমিশে সুপার টেনশন-

থমথম করছি পথের কাছেই।

দুঃখবিলাসীরা চলতে চলতে আলপথে পড়ে আছে,

সুখপিয়াসীরা পাঠ করছে সৌরপথের জার্নাল;

যৌথচোখে নামে বিভ্রম, পথের খোঁজে বেসামাল।

পেয়েছি জলপথ, জলের না ভৈরব, গাইছি ভৈরবী,

নিশানা না পেভে জলপথের নাম ‘নৌকাডুবি’।

জোড়াপথের যোগাযোগ ঘটেছে তীর্থযাত্রায়,

প্রশ্ন হল; যাত্রী হয়ে কতকাল থাকা যায়?

ভুদ্বয়ের মাঝখানে আরও প্রশ্ন রোপিত হ’লে

মহাজনকে জানান দেয়া প্রতিদিন-

            আমরা পথভ্রষ্ট,

            চৌরঙ্গীর ভ্রমে আমরা বোহেমিয়ান…

ধুলো আরও ধু ধু হ’য়ে জোড়াচোখ নিঃখাঁদ আঁধার;

এইভাবে জ্ঞানলভি, উন্মোচিত হয় পথের শরীরে…

মন্তব্য: