বর্ষশুরুর পদ্য

Share on facebook
Share on twitter
Share on linkedin

শুভাশিস সিনহা

মাটির ভেতর মুখ লুকিয়ে

একটি শস্যকণা

লাঙলটারই মুখের ডগায়

বলছে, আসব না।

হলুদ হলুদ রঙের ছেলে-

মেয়ের দলে মাঠ

ছলছলিয়ে উঠল ভরে

তখন অকস্মাত।

আকাশে শেষ-চোইতের মেঘ

ভাঙা হাটের গান

ঝড়ের সর্বনাশের হাসি

উছলেছে ঈশান।

হলুদ সোনা শস্যকিশোর-

কিশোরিদের ভিড়ে,

বৈশাখ এল রক্তাক্ত তার

বিদ্যুতে পথ চিরে।

মন্তব্য: