বসন্তগাঁথা

Share on facebook
Share on twitter
Share on linkedin

পুলক হাসান

আজি বসন্ত জাগ্রত দিনে

    এসো বাঁধা পড়ি দুজনে

              হৃদয়ঋণে।

বসন্ত হচ্ছে সেই স্বপ্নদূত

    হৃদয়ে জাগিয়ে তোল অদ্ভুত

            এক এষণা।

যেন বিরান ভূমিতে

        প্রথমে বৃষ্টির আনন্দে

                নেচে ওঠে খঞ্জনা।

এসো তবে আজ

        শত প্রবঞ্চনা ভুলে

              ফুটে উঠি শতদলে।

কোকিলের কুহু

      জাগায় মুহুর্মুহু

            সেই চেতনা

মৌ মৌ গন্ধে ধরণী উতল

    নিজের ভেতর যুগল হৃদয়

                খুঁজে পাক স্বর্ণকমল।

এমন কি গাছ পাখি ফুল পাতা

        হোক আজ সুবাসিত সত্তা

সর্বোপরি জীবন হোক

            এক খোলা খাতা

এমন দিনে হায় যেটুকু চাওয়া

            নিজেকেই শুধু ছাড়িয়ে যাওয়া

যাওয়া যায় যতদূর

          রবীন্দ্রগানের অন্তঃপুর।

মন্তব্য: