বিকাশ মজুমদার এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

পড়ে থাকে জন্ম মাঠ

শুধু শব্দের কারুকাজে মত্ত রই। শিল্পীত রূপ খুঁজি শিল্পের

আধিভৌত যৌগরসায়নে। ধান বিগরে তুষ ভানি রুদ্রের

গীত সহযোগে।

জীবনের তপ্ত মাঠ, জল ও ঝঞ্ঝার ধ্বস্ত গাঁথা চোখে পড়ে না

অগোচরে থেকে যায় সুকুমার কুঁড়িদের যত্নহীন ভবিতব্যতা।

কোন দায় নেই গ্লানি নেই অনুতাপহীন হয়ে জন্মাবার সুখরথে

সোতায় ভাসি।

অবহেলে পড়ে থাকে জন্ম মাঠ, বিকলাঙ্গ শস্যের কণা

অপুষ্ট কুঁড়ির গতরে।

মধুমন্ত দিনের আশায়

মৃত্তিকার সোঁদা গন্ধ, দুর্গন্ধ আতুর নিয়ে স্বপ্ন শিকারী এক

অয়োময় দিনে-তা দিয়ে বসে আছি অতন্দ্র প্রসূতি

        জঠর যন্ত্রনা ভুলে মধুমন্ত দিনের আশায়।

ভেতরের ওম তাপে, ত্রিকালজ্ঞ হিমালয় হয়ে 

বৃক্ষের ধ্যানী রসে জন্ম দেব আমার আগামী …..

                ভুলে যাব মৃতবৎসা প্রসবিনী ভোর 

        অন্ধকার রাত্রির অসুখ সঙ্গম।

মন্তব্য: