বিকাশ মজুমদার – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুৎকুৎ খেলা

কুৎ কুৎ কুৎ কুৎ কুৎকুৎ খেলি

আমি আর ওপাড়ার বোকা সোকা ফেলি।

ছলছুতো করে আমি হররোজ জিতি

এর নাম আজকের মহারাজনীতি।

জনগণ ফেলি হয় আমরাই নেতা

আমাদের বেড়ে চলে ছিরি ছাদ কেতা।

জনগণ

জনগণ জনগণ বলে কর শোর

সেই হল জনগণ যার যত জোর।

আমাদের হাতে কড়ি শত ষণ্ডা

আমাদের ভোজে থাকে মিঠা মণ্ডা।

তোমরা কি জনগণ আছো একজোট?

কেবল কথার তোড় পাকাইছো ঘোঁট।

দেশটা চলে

দেশটা চলে এই হালে-

রাজনীতিতে নীতি নেই

ঘুষ দখলে ভীতি নেই

বাত্চিতে রাশ মিতি নেই

আমজনতায় প্রীতি নেই

শেষ ভাল যে কোন কালে!

কেউ জানেনা যাচ্ছি কই

নড়বড়ে সব সিঁড়ি মই

তাগড়া জোয়ান বসে রই

সর ফেলে টক খাচ্ছি দই

নকল হাসির আবডালে। 

মন্তব্য: