বিকাশ মজুমদার-এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ক্ৰমশঃ নতুন দিন

ক্রমশঃ নতুন দিন

সাহসিক উৎসাহে উৎসমুখ আঁধারের খােলস ছাড়ায়

সুদৃরে দীপ্ত শিখা আশারায় কাছে ডাকে আয়

সে আলাে উৎসাহ ঘাঁই মারে জীবনের ধনে

পতঙ্গপরাণ সেও ঝাপ দিতে চায় আনমনে

যাওয়ার ঠিকানা হয়; পথ পায় জীবনের মানে

জাগরিতজন থাকে সুলুক সন্ধানে,..

ভীতু এক

যেন বসে আছি প্রিয়তর শব শিয়রে

মৌনমুখী ছাতার নীচে

আলবােলা মুখে পুরা ধোঁয়ায় ধোঁয়ায়

ঘরখানি ভরে আছে জোছনার ঘােলা জলে

এই বুঝি ডুবে আছি জগৎ সভায়

এভাবেই রয়ে গেছি শব শিয়রে

চারিদিকে যুদ্ধ ভয়কাতুরে…

মন্তব্য: