বিবাহযাত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin

অরবিন্দ চক্রবর্তী

রাত হয়ে এল; যেভাবে রাস্তা হয়ে এল পথ। 

আলতো ঢঙে আলগোছে ধরার 

স্বভাব করে একটা ধুমধামসঙ্গ 

বিবাহবাড়িতে আলিশান।

বউ এল বাহিনীর গা না ছুঁয়ে, বর এল 

বকের থপথপ ফেলে।

ঘোমটা করে বসে আছেন সুড়সুড়ি, খ্যামটা।

কেউ বুঝেছিল কী, দেখাদেখি বাদে 

দেখাশোনা চলছে হৃদবাহিরে।

আমি যেন তোমাকে শুনছি রাতের শব্দ, 

পথের নকশাফ্লাশ এড়িয়ে।

যার শরীরে শরম শরমা, কেন কাবাবঘরে 

হাড্ডি-মাংস বিচার করেন?

মন্তব্য: