বিহ্বল যাত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin

মারুফ রায়হান

আজও এসে দাঁড়িয়েছি চিরচেনা এই বাসস্টপে

দুটি নম্বরঅলা দুটো দূরপাল্লার বাস আসছে-যাচ্ছে

যাদের যাওয়ার তার চটজলদি উঠে পড়ছে

আমি শুধু জানি গন্তব্য দুটোর আসল পরিচয়:

বিষাদপুর ও সুখপল্লী

বিষাদপুরে আমি ছিলাম সহস্র বছর

রক্তে-অশ্রুতে মাখামাখি এক ডাকাবুকো নরক

সুখপল্লীতেও কেটেছে আমার কোটি সন্ধ্যা

হাসি আর তৃপ্তির যুগলন্দিত্বে

কোন চুলোতে যাব, সে দোনোমোনে নয়

আসলে একটায় তো সিঁধোয় সব্বাই!

যদি না উঠি বাসে, যদি কোথাও না যাই

একটা বিহ্বল বিন্দুতে যদি দাঁড়িয়ে থাকি

একটা অবিচল দারুচিনি গাছের মতো

কিংবা কম্পাসবিহীন সাম্পানের মতো

সর্বোপরি তোমাদের ঈশ্বরের মতো!

মন্তব্য: