বৃক্ষকথন

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিকাশ মজুমদার

গভীর রাতে কারা যেন আমার দুয়ারে

হুমড়ি খেয়ে পড়ে আচমকা

উৎকণ্ঠায় জেগে উঠি

শুনি প্রার্থনাকাতর দোর খোল।

জনালায় চোখ রাখি

আমি নগরপিতা

যতদূর চোখ যায় কিছুই পড়ে না চোখে

সুনসান চারদিক নিথর প্রকৃতি

শুধু নৈমিত্তিক দৃশ্যপট

নিত্যদৃষ্ট আটপৌরে নিরীহ গাছেরা

দাঁড়িয়ে রয়েছে শুষ্ক সকরুণ মুখে।

যেমন ভিক্ষার পাত্র হাতে দাঁড়ায় ভিখিরি

            গৃহস্থের ভরা আঙ্গিনায়।

গভীর রাত্রির ঘুম দুঃস্বপ্ন

সহসাই চোখ ছেড়ে যায়।

মন্তব্য: