বৃন্তখসা কুঁড়ি

Share on facebook
Share on twitter
Share on linkedin

শফিক লিটন

দুঃখ দিয়ে ছুঁয়ে দিলাম যেদিন

মনপোড়া তুই সেদিন থেকেই

সুখহরিণের পিছে ছুটে ম’লি !

সন্তাপী তোর চোখের পাতায় আজো

আমার হৃদের দুখের পরশ জ্বলে

চাঁদ ওঠা তাই আকাশপানে তোর

সুখ হারায়ে দুখের ছবি ভাসে

মনরাঙানো পথ মাড়িয়ে সুখ-অন্বেষী সর্বগ্রাসী 

বিভ্রমে তুই কোন পথে আছাড় খেয়ে পড়িস ?

ভালবাসার কাব্যখানি রুমাল ভেবে নাকি

অনুতাপে জর্জরিয়ে আজো, মুখে চেপে ধরিস ?

একটি কুঁড়ি গোলাপ হবার আগেই 

বৃন্তখসে ছটফটিয়ে ধুলায় লুটে পড়ে

গাঙের বাঁকে সূর্যডোবা আমরা ক জন দেখি

পূবপাড়েতে নৌকাডুবে রাধা ভাসে জলে।

মন্তব্য: