বৃষ্টিশীল আবৃতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

জিয়াবুল ইবন

এমন চোখাচোখি হলে কবিতা কী না হয়, বলো আবৃতা

তোমার উচ্ছ্বলমুখর লাবণ্যের কারখানায় কাজ পাওয়া মাত্র আমার শ্রমজীবি শব্দের স্বতঃস্ফূর্ত আলোড়ন

বড়ো বৃষ্টিশীল কাব্যবতি তুমি- বোশেখ-পার্বণে খরাবুকের প্রার্থনায় একপলক ঝরে আমাকে রেখে গেলে জনসমুদ্রের বাষ্পীয় ভিড়ে

প্রবহমান স্রোতে আমি এখন আরেক সমুদ্র আবৃতা

মন্তব্য: