বৈশাখী ভাবনা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবিদ আনোয়ার

না, আজও কোনো ব্যতিক্রমী সূর্য ওঠেনি-

এ তো সেই চিরায়ত রক্তমাখা সুগোল টিউমার!

অনন্তর পেকে-পেকে হলুদাভ পুঁজের ফিনকি, আর

এর নিচে জেগে-ওঠা গাছপালা, পশুপাখি এবং মানুষ।

আজও ঠিক ভোর এলো সাদামাটা ভোরের মতোই-

আঙিনার মরাডালে পাখার মন্দিরা নেড়ে

তারস্বরে ডেকে উঠল চিরচেনা কাক,

ডুমুর পাতার নিচে প্রতীকী আড়মোড়া ভেঙে

আজও কিছু বলতে চাইল ভয়ার্ত টুনটুনি।

মন্তব্য: