মাহবুব হাসনু

ঋতুরাজ যবে লয়েছে বিদায়

ব্যথিত চিত্ত মনে,

সেথা  নব বেশে এল বৈশাখ

রুদ্র সিংহাসনে।

সহসা আকাশে গর্জিল মেঘ

তনু কাঁপে থর থর

রুদ্র অশনি তড়িৎ ক্ষেত্র

কালবৈশাখী ঝড়।

বজ্রের সাথে ঝরে বরিষণ

অম্বর ভাংগা শিলা,

অভিভুত হই চারিদিকে হেঁরী

তোমার সৃষ্টি লীলা।

কখনও শান্ত কভু অশান্ত

প্রকৃতির রূপ-রাশি

হতাশা চিত্তে উৎসাহ দানে

        বৈশাখ যেন আসি।

মন্তব্য: