ব্রিজ নিয়ে বৃত্তান্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin

শিবলী মােকতাদির

মিথ্যুক এক পুরুষের ছায়াসঙ্গী হয়ে বসে আছি

ব্রিজের কিনারে

চারিটি পা নগ্ন আর লম্ব আকারে ছড়ায়ে।

পাশে মাের রাত্রি গভীর সেই পর্বে এসে-

তথা বিরাজ করে, নতুন নিযুক্ত ঘাণ্ডু এক উড়াল সন্ত্রাসী

হায়রে তার উপভাষা! হায়রে রূপ !

ভাবি আমি পরম পুরুষ

কী জ্ঞানী রসাত্মক, কী ধ্যানী অটল পুরুষ।

ওহে নিরঞ্জন, কী গন্ধে অপূর্ব মাতালে মন শিউলীতে শতধারা

চারপাশে কেমন প্রাপ্ত আর প্রহেলিকাময় !

অথচ চাঁদ দেখে আত্মক্ষুধার তর্ক জমে যায়।

তবু আমি ঝিম ধরে আলােচনার হাল ধরে থাকি;

মিথ্যামাখানাে পাললিক রূপ ধরে,

দূরে দূরে সফেদ কিছু বেশ তারা কুয়াশাই ফুটে রয়।

বলাে তুমি অথচ সেতুর শর্করা সমুদয়;

শতাব্দীকাল ব্রিজের উপরে-নিচে পারাপারে

অন্তত দশ ফুট ফাঁকা রাখা হয়।

মাঝি ডাকে, আমি যাবাে কোনদিকে ?

ও সাঁই, কোন পথে গৃহ ফাঁকা- বলাে তাে পালাই ।

মন্তব্য: