মগ্নতার ঘোরগুলো ঘুমিয়ে থাকে বিষাদভরা ক্লান্ত নন্দনে

Share on facebook
Share on twitter
Share on linkedin

মাসুদ  মুস্তাফিজ

প্রাজ্ঞ বয়সের বিপন্ন সময়ে ঘুমিয়ে থাকি যেনো ঘুমের শয্যার সাথে মৃত্যুর গভীর ঘনিষ্ঠতার মোহ; আমি ব্যক্তিগত আলো থেকে ব্যক্তিগত অন্ধকারের দিকে বিমূর্ত হই এ্যাক ভয়ানক মৃত্যুর দরজার কাছে এবঙ মৃত্যুনীল- মৃত্যুঞ্জয় উর্গনাভ চক্রে জড়িয়ে পড়ি অস্তিত্বের জমাট বাধা স্রোতে; ঘোরদৌড় কলিঙ্গ মিথ্যের সত্যে-

মন্দ্রিত মধ্যাহ্নে অন্তগূঢ় বিষন্নতার দৃশ্যের রাত নামে

আমি ভেসে যাই- আমি ভাসতে থাকি

আদিম- প্রশ্বাসে শিল্পের বৃষ্ট্ নামে হৃদয় ভেঙে জল স্রোত ম্যাগনার খরাগ্রস্থ মাটিতে

আমার মনে হয় সন্ধিক্ষনের অন্ধকারে সমস্ত আলো বড়োই

নিরপেক্ষ; আলোর রোশনাইমাখা ধাতব ভালবাসায়!

মন্তব্য: