মনজু রহমান এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বৈশাখের দহন

পৌণিক ভালোবাসার দহন কখনো সতেজ কখনো মরে!

চৈত্রের তাপদহে বৈশাখের প্রেমালয়ে যায় সে তো ঝরে…

স্বাভাবিক প্রণয়ে চলে পর্বে পর্বে তার উত্থান-পতনের সুর

বৈশাখের মিলন, ভাঙার! কামান্ধ! মিথক্রিয়া উড়ায় সুদূর

ভেজানো রৌদ্রতাপে; গামঠোঁট শতভাগে বিভক্তির টানে

সুচনা যা বৈশাখে শরৎ প্রবাহে তা উষ্ণতা কৌমুদী আনে

আগে ও পরে উৎশৃঙ্খলতা তারপর নিরেট ফলবতী কণা

বৈশাখ মন্দিরায় মাতাল; ঝড়ের পূর্বাভাস; প্রেম-উন্মাদণা

বৈশাখের পুনঃসন্ধি

যাবো না কেন, যাবোই তো চৈত্র শেষ; বৈশাখে যাবো

দীপাবলী, নূপুরের ঝুমঝুম, অপেক্ষার ঝুমকা বাজাবো

যেমন চেয়েছো তুমি; যৌবনের নীলখাম হঠাৎ ঠিকানা

তোমার শুবুদ্ধির নমস্য অরুনিমা; যখন আমি অচেনা

তখন তোমার শুষ্ক পারদের ওঠা-নামা; নবায়নের ধুম! 

যাবো নিয়ে ঝুলব্যাগে অতীতপবর্; অভিনয় তরঙ্গের চুম

নিয়ে যাবো প্রথম পর্বের পাঠ; তাবৎ ভনিতার হাসি

প্রেমালয়ে পুড়ানো ধূপের ছাই; নিধুবনে যা ভালোবাসি 

যা যা দিয়েছিলে; পূণ্যবান উষ্ণ-কথন; রাখা আছে জমা

ডেকেছো যাবো, এই তো চৈত্রের শেষ; যাবো অরুনিমা!

এই বৈশাখেই শেষ হোক অতীত অধ্যায়; নীলখাম চিঠি

হোক না পুনঃসন্ধি! ধ্বসের জৈবমন্দির যদি চাও অদিতি…

মন্তব্য: