মােহগ্রস্থ হতে না পারার অক্ষমতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

সাগর জামান

পৃথিবীর সবকিছুই নাকি ক্ষমতা কিংবা শক্তিকেন্দ্রিক। ক্ষমতাবান অথবা শক্তিধর হওয়ার চেষ্টায় মানুষের নিরন্তর দৌড়ঝাপ। কী আন্তরিক আত্নশ্রমে মানুষের ছুটে চলা! কোন অবসাদ নেই। অনুশােচনা নেই। কোন ক্লান্তিও ভর করে না কখনাে।

ক্ষমতার মােহে মানুষ এখন ব্যস্ত ভীষণ। অথচ আমার কোন ব্যস্ততা নেই। কোন লােভ নেই। অভিলাষ নেই। মােহগ্রস্থ হতে না পারার অক্ষমতা আমাকে ঘিরে আছে। তার মানে ক্ষমতাবান কিংবা শক্তিধর হওয়ার জন্য কিছুটা ক্ষমতার প্রয়ােজন হয়; সেটাও বােধ হয় সবার থাকে না।

মন্তব্য: