মৈত্রী ট্রেন

Share on facebook
Share on twitter
Share on linkedin

রহমান হেনরী

এশিয়ার জননেত্রীদের মতো এসে সম্ভ্রান্ত দাঁড়ালে

জনাকীর্ণ প্লাটফর্মে; কাঁধ ঝাঁকিয়ে, হাত নেড়ে নেড়ে,

বেশতো জানাচ্ছো… বিদায়।

না-কি ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছো… ট্রেন সেই নির্মম-বাহন,

যা শুধু চিরকাল মানুষের বিরহ বাড়ায়।

এ রকম ট্রেন এসে কতোবার স্বজনের মুখগুলো নিয়ে গেছে

দৃশ্যের ওপারে; অলীক-আলোর নামে

রাত্রির অন্ধকার-পর্দার গহনে আরও গাঢ়তর আঁধারের পেটে;

কতোবার আমাদের দূরত্ব বাড়িয়ে দিলো ট্রেন;

হুইসেল বাজিয়ে কতো হৃৎপিন্ড থেঁৎলে দিতে দিতে

ছুটে গেল…অদৃশ্যের দিকে।

এরকম ট্রেনে সেও গিয়েছিলো আনন্দনগরে

আজও কতো অলীক দিগন্ত থেকে ট্রেন আসে,

অলীক দিগন্তে ফিরে যায়…

সে তবু ফেরে না

মন্তব্য: