যন্ত্রমানব

Share on facebook
Share on twitter
Share on linkedin

সানাউল্লাহ সাগর

দ্যাখো কিভাবে নিঃশেষ হয়ে আসে একটি পুতুলের চিৎকারবাদ্য-

মরণসভায় মিনতী করে

দলছুট শস্য ও বিবেকহীন বোতামের দরজায়।

এই চেনা শ্বাসবিদ্যা তোমাদের কপাল জুড়ে

                       কাঁপছে…

সকালের নৃত্যকে শূন্যগামী মন্ত্র দিলে থেমে যাবে মৈথুনশব্দ!

এটা একটা নতুন পাতালের ইচ্ছেপত্র

যার সিঁথিঘরে বাদামী দৃষ্টি।

কম্পয়মান ঠোঁটে আলাদা হরফের দানা-

যুগ পুস্তকে ভাঙা পুতুলের অঙ্গ নিয়ে

তুবও বেঁচে আছে গুটিকয়েক আঁকিবুকির অভ্যন্তরে…

মন্তব্য: