সাইফুল ইসলাম হীরক

হরে হরে রাম রাম, রাম রাম রাম হরে

এই যে যাচ্ছি শ্বসান ঘাটে আর যাব না ঘরে।

রাম রাম হরে হরে, হরে হরে রাম

আজকে থেকে ভুলে যাবে সবাই আমার নাম।

হরে হরে রাম রাম, রাম রাম রাম হরে

সােনাদানা টাকাকড়ি রইবে পড়ে ঘরে।

রাম রাম হরে হরে, হরে হরে রাম

আজকে থেকে সংসারে মাের নেইতাে কোন দাম।

হরে হরে রাম রাম, রাম রাম রাম হরে

আমার সবই সবাই নেবে ভাগাভাগি করে।

রাম রাম হরে হরে, হরে হরে রাম

সারাজীবন করে গেছি বােকার মত কাম।

হরে হরে রাম রাম, রাম রাম রাম হরে

সারাজীবন জমিয়েছি গেলাম না ভােগ করে।

রাম রাম হরে হরে, হরে হরে রাম

এধারকা মাল ওধার করাই ছিল আমার কাম।

হরে হরে রাম রাম, রাম রাম রাম হরে

তােমরা থাক আলাের মাঝে আমি চলি আধারে।

মন্তব্য: