যাবার বেলায়

Share on facebook
Share on twitter
Share on linkedin

নূরুল হক

যাবার বেলায় যেন মনে হয়

            আরেকটু তোমার কাছে থাকি,

আরেকটু ঝর্ণার মতো

            খলখলে

            টাটকা জীবন

এখানে বইয়ে রাখি,

মৃত্যুহারা হই।

আবার হৃৎপিন্ড ছিঁড়ে

        পৃথিবীর অমর বুদবুদ

এখানে ঝুলিয়ে দিই।

ছেঁড়াপাতা হই।

ভালো শব্দ

একটা ভালো শব্দ তোমাকে খুঁজছে

          পথক্লান্ত পঙক্তির ভেতর

পঙ্খিরাজ নদীর ভেতর

সময়ের বন্ধুত্বের ভেতর

          প্রস্ফুটিত প্রস্তুতির ভেতর।

তুমি কোথায় পালিয়ে গেছ

          প্রার্থনার জলযানে চড়ে

লুকিয়ে আছো কোন লতাপাতার কাব্যে?

ফের চলে এস

      পোকামাকড়ের মতো

            তরতর করে

চলে এস এই আশ্চর্য সঙ্গমস্থানে

একটা ভালো শব্দ তোমাকে খুঁজছে।

মন্তব্য: