যেমন আছি আমরা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আফরােজ জাহান

আমার বাসস্থান যেন রেললাইনের প্রতিবেশী

ভােরের আযানের ভৈরবী রাগ আর পাখিদের কলতান

অজস্র চাকায় পিষ্ট হয় প্রতিনিয়ত!

কোন পাতায় লুকিয়ে পড়ে দুষ্ট প্রজাপতি!

কেবল উদ্ধত ট্রেনের হুংকার আর নির্যাতিত পাতের আর্তনাদ

সারারাত অস্থিরভাবে ছুটাছুটি করেও বায়ুমন্ডলে পেল না উদ্বাস্তু শিশির

ঝরে পড়ল বিবর্ণ ঘাসে

শিউলিও লড়াইয়ে ক্ষান্ত দিয়ে লুটিয়ে পড়ে মাটির বিছানায়

আমাদের আত্মার ঐশ্বর্যগুলাে প্রতিনিয়ত পিষ্ট হয় রূঢ় বাস্তবতায়

বিপন্না ভালবাসা ঢলে পড়ে বিষণ্ন বেলাভূমে।

মন্তব্য: