রঙহীন ঘুম

Share on facebook
Share on twitter
Share on linkedin

সজল আহমেদ

ঘুমের শেষে বৃষ্টির মত তােমাকে আমিও বিদায় জানালাম

জানি তুমি অভিমান করবে তবুও

জানালাকে ঘিরে তােমার আমার মুখ না দেখা-দেখি দ্বন্দ্ব

চেয়ারের কাছে সময়কে করেছে বন্দী।

ঘর-পালানাে মানুষগুলাে হারিয়ে গেলাে

এলােমেলাে ছায়া এখনাে ঘুরে বেড়ায়

গলির মােড়ে মধ্যরাতে।

কাগজের নৌকা, জলে ভাসানাের বয়স

আবার ফিরে পেতে ভীষণ ইচ্ছে করে

তাই তাে নারী তােমার কাছে করি

পুর্নজন্মের প্রার্থনা।

নামতাপাঠের আসর ঘামকে করেছে নােনা

সময়কে করেছে বাঘবন্দী খেলা।

সন্ধ্যার আগুনে কিশােরীর মুখ হয়েছে লাল

বাড়ি ফেরত রঙহীন স্বপ্নগুলাে বয়ে নিয়ে

যখন স্নানঘরে যাই, তখন আমিও শিশু

শরীর তখন পানিতে নয়

কুমারী নারীর ঘামে যায় ভিজে।

মন্তব্য: