রহমান হেনরী-এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

দুঃখ এবং আরও কিছু আনন্দ

আপেল-বাগানবেষ্টিত সেই বাড়িটির স্বপ্ন

আমাকে ডেকে নিয়েছিল কাশির অব্দি;

পাপের ভয় বা পূণ্যের কাঙ্ক্ষা নয়

আমার সমস্ত রাজনীতি

যােগ দিয়েছিল সুন্দরের দলে;

আহ! কী ভয়ানক সেই বাস্তবতা।

যখন জানলাম

মারণাস্ত্রগুলিও কম সুন্দর নয়;

এবং রাষ্ট্র-রক্ষার নামে

তা জমা হচ্ছে মানুষেরই বিরুদ্ধে…

আস্থা হারাতে হারাতে

নিঃসঙ্গ মেষপালকের দুঃখকেও

আজ হার মানাতে বসেছি।

আর আমার স্বপ্নগুলাে

মৃত গবাদির মতাে

অবিরাম ভেসে ভেসে পাক খাচ্ছে

জলােচ্ছ্বাসের বিনাশী স্রোতে

হায়! আমার আপেল-বাগানের স্বপ্ন!

সুন্দরের পক্ষে

হায়! আমার রাজনীতিতে যােগ দেয়া!

মন্তব্য: