শফিক মোহাম্মদ এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

টু বি অর নট টু বি

আমার কথা আমারই থাক

তোমার কাছে বলার আগেই

দম ছেড়ে দম নিতে শিখি।

যেইনা আবার বলতে গেলাম

অশান্ত এই জন্ম আমার

ধমকে বলে, আবার যাবি?

-গেলে কিন্তু হোঁচট খাবি।

ভবিষ্যৎকালে আছি

ভাবতে ভাবতে শুধুই ভাবছি

ভবিতব্য নিয়ে আছি ভাবনার জগতে

এখনও ভাবছি।

মিলছে না কিছুই… তবুও ভাবছি

থেমে যাচ্ছে সব।

কথার ফুলঝুরি আর কাঁদা ছোঁড়াছুড়িতে 

কেটে যাচ্ছে দশকের পর দশক,

তবুও ভাবছি, কেন হচ্ছে এসব…?

‘ভাবাভাবির কাজ নেই আর, ভাবতেই’

দেখি আকাশ পাতাল ভাবছি।

ভাবছিতো ভাবছিই, তবুও ভাবছি   

তারপরও আমি ভাবছি…!

‘শালার আহাম্মক একটা’

ছি! তবুও ভাবছি!

মন্তব্য: