শব্দপাহাড়ে-বৈশাখ

Share on facebook
Share on twitter
Share on linkedin

নিলয় রফিক 

বৈশাখের হাওয়ায় লেগেছে গ্রামে, ব্যস্ত কারিগর

রূপের শহরে জমে উঠেছে প্রেমের মেলা, অজ্ঞতা- 

ঝড়ো আঘাতে অন্ধফুল ঝরে পড়ে। 

আবর্জনা, ঝরাপাতা

মোহনার পাগল

সৃষ্টিনদী সুন্দর খুঁজতে খুঁজতে শব্দপাহাড়ের 

দিগন্তে-প্রার্থনা, শান্তি, শান্তি। 

অবেলায় দীঘির পাড়ে আনমনে কলম

বৈশাখের ভালোবাসা ছড়িয়ে যাক হৃদয়-মহলে। 

মনুষ্যত্ব আকাশে পাখিরা উড়ে যাক সীমানা ছাড়িয়ে। 

মন্তব্য: