শামীম কবীর -এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরাে এক টুর্নামেন্ট

HOURS HAS BEEN BITTEN

O RE! a SCION OF YOURS HAS BEEN BITTEN

HOURS HAS BEEN BITTEN!

“The atmosphere changes at once.

The sickness of hours is a cosmic event.”

একদা সেখানে ছিলাে নীরবতা

(এবং) ছিলাে নিবিড়তা

একজন দুইজন আর কিংবা তিনজন

ক্রমে লােকালয় সরে গ্যাছে

স্বচ্ছ ভিজে সকালের আড়মােড়া কালে

সব মনুষ্যই মরে গ্যাছে

প্রকম্পিত হ’লাে বুঝি জন্মের রহস্য

তাই তা ই রদ করি আর

সবাই মালিক বলে; জন্মের আগেই

আমি চুয়াত্তর নাম পেয়েছি শােনােনি (?)

নীল উর্ধ্বাকাশ

ভরপুর গাছে গাছে ফ্যাসফেসে গেছাে আলাপন

আমি তাে প্রলাপ ভেবে শতবার বিভ্রান্ত হ’লাম

তারপর সেই গল্প আছে আর আসে

প্রাচীর ও ন্যায় গ্রন্থাদির মােটা ঠেলে

অযথা সঙ্গম করি মােটে সাতজন

তবু তাে আমরা কাজ খুঁজি

সারাটা বসন্ত

রাত ভােরে মেনিফেস্টো লিখে

শহরে প্রচার করি উভলিঙ্গ খেলা

আবহাওয়া স্থায়ী নয় চিরন্তন

মাঝে মাঝে বাত্যা এসে উড়িয়ে নিয়েছে।

আজ রাতে লেডি টাইপিস্ট

আপনি আমার থেকে মজুরী পাবেন:

লিখে দিন মহাবৈশ্বয়িক রােগ ও বিছানাখানা

আমার ছায়াও হাঁটে ঘুরতে ঘুরতে ঘূর্ণি তুলে

সেই ঝড়ে কম্পমান আকাশ বাতাস

প্রকার জানার পর মাঝে মাঝে নিজেকেই হারিয়ে ফেলেছি

পার্কে ব্রথেলে আর গল্পঘরে খুঁজে

কিছুতেই আমাকেই পাইনি খুঁজে কতাে

যে রােগে আবার জন্ম হবে

তার জন্যে মৃত্যু লাগে না কি (?)

হয়তাে আমরা দুইজনই

পৃথিবীতে সবুজ পাতা অলা গিরিবাজ

তৈ তৈ তৈ তৈ তৈ

আমরা বিদায় নেবাে

যদি বা জিজ্ঞেস করে সাড়ে ছ’শাে কোটি কজনগন

অপেক্ষা ক্ষণেক

তারপর পড়ে গিয়ে মূ্র্ছিত হবার ভানও আছে

একদার নীরবতা

এখনাে অটুট আছে

যদি তুমি উত্তরের বিপদসংকুলে

একা যাও

যেতে পারাে মাথার ওপর তারা চিনে

ডাক শুনে পেছনে হাঁসের নৌকা তাড়া করে

আমাদের জাল ভাই জাল বােন

পিতা মাতা জাল কিনা জানাটা জরুরি

তবে এই পিতা মাতা থাকতে হয় আছে

অনেক ওপরে স্পেস

নভােযানগুলি ধসে গ্যাছে

তাদের ইলেক্ট্রন উল্কা জ্ব’লে যায়

কোনাে একদিন

তুমুল ঘড়ির দোলক আর দোলকত্ব চলে

এখন সূচনা পর্ব

বলা যাক নদী থেকে অনাব্য এবং সাথে

সাদাটে কাগজ নিয়ে মাতালের অভিনয়

হাতেখড়ি করি

কী যে লিখি

হয়তাে আমার কিংবা

তাহাদের নামের বানান লিখে

পশ্চিমের এলােকেশে কেশর উড়িয়ে তার

দস্তাবেজ জলাঞ্জলি দিলাে

আমি দ্যাখা ছাড়া অন্যকিছু অনুমিত নই

পথে আমরা প্রচুর ক্যানাবিস খেলাম। ফলে

সবকিছু ভুলে গেছি। অবশ্য অন্যের কথা না

জানলেও আমি সেই অসুখটাই চাচ্ছিলাম। কারণ

The Sickness of mine is a cosmic event.

কেবল এইটিই আমার মনে আছে।

পথে বা পথের ধারে

শান্ত গ্রাম আছে

সেখানে সায়র আছে

রাখাল রাত্তির বেলা করুণের তীব্র সুর তােলে

যে চাঁদ মাস্তুলের ঘায়ে ঘায়ে ভেঙে যায়

তার জন্য এপিলােগ

THINGS ARE ALIVE

কিন্তু কোনাে শব্দ নেই

পৃথুলতা নেই

দুই পাশে চাপা গােলকের মতাে কমলাও নেই

কেবলি-

THINGS ARE ALIVE

আমি মনে করি জাহাজ আসছে

আর তার প্রলােগ-প্রতিম

মাস্তুলের বাড়ি লেগে ভেঙে যাচ্ছে চাঁদ

জাহাজের ছাদ নেই

ফোকরের মধ্যে দিয়ে দেখি

চন্দ্রাগত টুকরাগুলাে আসমুদ্র জলে

একে একে ডুবে যায়- চন্দ্রবিভা লােপ পায়

…এইভাবে দূর থেকে গােলকত্ব বুঝেছ

আর ঐ ভেঙে যাওয়া চাঁদ ভাবছে

পৃথিবীতে থেকে গ্যালাে- একমাত্র

মাস্তুলের স্মৃতি

THINGS ARE ALIVE

কিন্তু ভ্রান্তভাবে ভেঙে যাবার শব্দ নেই ক্যানাে

THINGS ARE THEN NOT ALIKE

চাঁদ ভাবছে মাস্তুলই তাে একমাত্র

স্মৃতিময় ঘাত

মন্তব্য: