শিকদার ওয়ালিউজ্জামান-এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বাঁধ ভাঙার আওয়াজ

সারল্যের উর্দি পরে দিব্যি হাঁটছি গণিতের চোখে

বিপরীত ইচ্ছেগুলাে জেনে গ্যাছে আগুনের প্রথম অধ্যায় আর পাহাড় ভাঙার যাদুবিদ্যা…

এভাবেই ভীন্নতা বুঝে যায় নেশাঘাের পথ, 

অরণ্য আর পথভােলা প্রজাপতি মন

বুঝে যায় জীর্নতার হৃদয়বিলাস।

গানিতিক বােধে হাঁটছি আমরা সবাই- অলীক ইচ্ছের

নিরাশায়; আর জপ করছি বাঁধ ভাঙার মন্ত্র-

ভাড় ঈশ্বরের মৌনতায়

স্যাটেলাইট বাতাস

বনলতার নাকফুল খসে গেলে 

নিভে যায় জোনাকির নক্ষত্রালােক…

শীতল আকাক্ঙ্ক্ষাগুলাে পার করে ফুসফুস চৌকাঠ

পুঁজিবাদের নর্তকী সাজে ওয়েভক্যামে ভাসে 

কর্পোরেট বিশ্বায়ন

তেলের কুপি পায়ে ঠেলে মাটির চেরাগ, 

দৈন্যতা ঘিরে থাকে কৃষাণীর সােনাবুক-

পুরনাে ধ্যানের পতনগতি

নিঃস্বতার প্রাচীর ঘিরে রাখে রােদের অবয়ব

মিডিয়ারমনী ছড়ান আগাম খবর

ম্যাডােনার যৌন গ্লামার আর উষ্ণতার স্যাটেলাইট!

মন্তব্য: