শিকদার ওয়ালিউজ্জামান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

শ্যামগাঁথা

এক

যে আমার পরম পূর্ণতা এক, সে আমার অসীম আকাশ

ওখানে আবার ভাসাবো নীলমেঘ

              আমার অস্তিত্বের নীলাবাস।

দুই

এতটুকু সাধ, তার শ্যামলী দু’হাত, একটি কাচারিবাড়ি

ওখানে জলতৃষ্ণার পুরো পাত্রখানি আমারই বন্ধকি জমি

এবার মৌসুম এলে লাঙলের কর্ষণে-

              বুনে যাব সকালের বীজ

আর শিশিরভেজা রোদ্দুরে বসে শুনবো বটের প্রেমকীর্তন।

তিন

আমি পরিযায়ী পাখি, তার আশ্রমে ঘুমোতে যাই

হাসির অধরে ডুবে মরি অন্ধকারে

        অমিয় সুর ভাসে মেঘের দেশে।

চার

তার আঙুলের ডগায় মিশে থাকে প্রেম

লুকানো কলায় মিশে থাকে পরিজাত সুন্দর

আহা! ওম শীতের আকাশ-

    সে আমার মনের মতো নীল, অপরূপ!

তবে কি সে আমার বর্তমান-অতীত, না-কি আগামীর

প্রেম উপাখ্যান…

মন্তব্য: