শিকদার ওয়ালিউজ্জামান এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

অলৌকিক চোখে

তোর পোষমানা বিশ্বাসে হার মানা ঘাম

    বিকৃত স্নায়ুতে প্রেমিক বাতাস! প্রেমিকা স্বদেশ!

প্রতিরাতে তোর বসতভিটায় পা রাখি

            বন্ধু আমার তারার আকাশ 

ঝিঁঝিঁ পোকার আবেশী গান।

অলৌকিক চোখে দেখি, তোর স্তন শুকিয়ে গ্যাছে

বেনিয়া মন্থনে হয়ে আছিস বড্ড রোগা!

            হাড্ডিসার তোর কামনার শরীর…

এই যৌবনবতী ক্ষেতে বাৎসায়নে মেতে উঠতো

অগনন মৌমাছি;       বহুজাতিক পাদুকাবাজার

অথচ খেয়ালিপনার কাঁটাতারে ঝুলে থাকে আজন্ম পাপ!

            পদ্মায় শুয়ে থাকে রক্তভুক নাগর।

অন্ধকারকে নমস্কার   

তোমার চিঠি পড়তে পড়তে ঘুমোতে যাই

বিশ্বাসের দৃঢ়তায় জেগে উঠি। হাঁটি…

    অন্ধকার বিদায়ে জাগে না শুধু জড়ের স্তুপ

        অন্তিম ইচ্ছায় মরে আলোমাখা ধারাপাত।

দরজা খুলি। প্রগাঢ় তৃষ্ণায় চৌকাঠ মাড়াই। রাজপথ মাড়াই।

ফিরে বসি পূর্বাসনে। তোমাকে পাশে বসাই

            বিছানা পেতে দিই

                    পাশে শোয়াই। 

প্রিয় অন্ধকার, তুমি ছাড়া থাকে না কিছুই পাশে আমার 

                      তোমাকে সালাম, নমস্কার।

মন্তব্য: