শিমুলস্য কবোষ্ণ-কদম

Share on facebook
Share on twitter
Share on linkedin

গাজী  লতিফ

বয়েসী শিমুলগুলো অসম্ভব ভারী হলে

বাধ্য হয়ে ফট্টাস! -বাতাসই ফাটায়!

তুলাশ্রয়ী ধূলার দৌরাত্ম বাড়ে ঘাটে-আঘাটায়

উড়ে উড়ে পুড়ে যায় ভেতরের অসহায় মোম

ঘাটে-পথে খামোকাই পেকে ওঠে নাগরিক নাসিকার লোম

ফাটার যা ফেটে ফেটে হেঁটে হেঁটে উড়ে পুড়ে দূরে চলে গেলে

টিকে থাকে লাজনত কুশলী শিমুল

ঠোঁটে তিল, গালে টোল- টোলের কৌশল

                    ধরে রাখে বালিশের ওম

ধুলোদিন কেটে গেলে গীতল শ্রাবণে ফোটে কবিতার কবোষ্ণ-কদম

মন্তব্য: