মীনাক্ষী মুখার্জী

গভীর রাতে ঝি ঝি র ডাক শাশানে

কুয়াশা শ্লোকে কান্নাভরা বুক…

অসহ্য অন্ধকারে দূরের আলেয়া

বুনে যায় মায়াবী জাল।

নিম ফুলের গন্ধে

চেতনাহারা প্রাণ,

কাটাতারের ঠাসবুনটে কাহিনীগাঁথা

অথচ ভােরের শিশির সেজে ওঠে ভৈরবে।

মন্তব্য: