সংগ্রাম কিংবা স্বপ্নসুখ

Share on facebook
Share on twitter
Share on linkedin

গালিব রহমান

হেসেলের আখায় খড়ি ঠেলতে ঠেলতে হস্তরেখা

উবে গেছে উন্নুনের গনগনে আঁচে

ভূত-ভবিষ্যৎ জানবার আর সাধ্য থাকে না

যাওয়া হয় না গণকের বিছানায়

প্রার্থনা থাকে একটি হাঁসের জন্ম দেবার

সােনার ডিম কিংবা দিনারে ভরে যাবে কোঁচড়

সমস্ত সুখ কিনে ছড়িয়ে দেবে ব্যক্তিগত চাতালে

সুখগুলাে খুটে খুটে খাবে তার অঙ্গ-প্রতঙ্গ

হয়তাে সেদিন ঈশ্বরও বাসা বাঁধবে কুঁড়ে ঘরে

স্বপ্ন দেখতে দেখতে অন্ন পুড়ে অঙ্গার

সুখ পাখিরা পালিয়ে যায় পােড়া গন্ধে

মন্তব্য: