সমর চক্রবর্তী ‘ র কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

সময়

সময়ের বুক থেকে অবহেলায়

     একদিন ছিঁড়েছি যে সময়

      সেইসব সোনালী ডানার

        সবুজ ঈগল

      উড়ে গ্যাছে আজ

            দূর পাহাড়ের চুড়ায়

নেমে আসো নেমে আসো

        যতো ডাকি

ফিস্ ফিস্ আওয়াজে

বনভূমির হাওয়া অন্ধকারে মিলায়

চোখের নিচের সমুদ্র

ভর্ৎসনার গর্জন ছড়িয়ে দ্যায়

দূরাতিক্রম

আমি যতোই এগিয়ে যাই দিগন্তে

শূন্যে সরে যায় গন্তব্য

আমার মহাকাশে তিনটি রংধনু

অদৃশ্য কম্পাসের ইঙ্গিতে

বয়ে চলে দৈনন্দিন জীবনের গুরুভার

দিগন্তের অতলান্তিক গহ্বরে

কতগুলো ছায়াচ্ছন্ন পৃথিবী

আটকে থাকে এন্টিম্যাটার বলয়ে

নিঃসঙ্গ সে বিশ্ব

মহাশূন্যের ভাসমান আলোকিত স্রোতে

অর্ধগোলক এক ছায়াপথ

আমি যতোই হাঁটি বেড়ে যায় পথ

মন্তব্য: