সামন্ত সাবুল- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

সঙ্গমক্রিয়া উত্তমত্রিয়া

একটি পরিত্যাক্ত বালতির মাঝে

দু’টো তেলাপােকা আবিষ্কার করি

তেলাপােকাগুলাে সঙ্গমক্রিয়ায় ব্যস্ত…

আমাদের পরিত্যাক্ত জনমিলন কেন্দ্রে

যেরকম কলেজ পড়য়া বালক-বালিকারা

মিলনের পাঠ শেখে…

তেলাপােকাণগুলােকে আমি ডিস্টার্ব করিনা

আমাদের পুলিশ প্রশাসনও বালক-বালিকাদের

ডিস্টার্ব করে না।

আসলে সঙ্গমে আমরা বড়ই উদার…

কবিতাশ্বর

তােমাদের কাব্য ঘরাণার আমি কেউ নই

কিংবা অজু করে কবিতাও লিখতে আসিনি

দিতে পারিনা দাঁত খিঁচানাে শব্দের মিছিল

তাই শত্রু হয়েছে আমার নিকট স্বজন

আমায় করেছে কাবু দূর্বা-ঘাসের পিরিত

মধ্যরাতের ঘুম স্বপনে কেঁপে কেঁপে উঠি

যে আমি হীরা মানিক খুঁজি তারাপাশা গ্রামে

সে অধম কেমনে যায়েজ শাহবাগ কোণে?

আমার যে ছিল প্রিয়তমা মনসা কুমারি

তার উসিলায় আজ মন নাগের প্রতিম

আকাশে উড়ায়ে অন্তর সুন্দর সভাসদে

বিদ্যার পিরিতি আগ জুলে দেহ-মন-প্রাণে

স্বজনেরা ভুল করে ওয়াক-থু বমি করে

ডেকে আমি আনি তারে আমারই কুঁড়ে ঘরে

মন্তব্য: