সুদেব চক্রবর্তী -এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

রাজনীতি

এক

সরকারী নীতির বিরােধী হলেই দেশদ্রোহীর তকমা,

সরকারই কি তাহলে একটা দেশ?

বাচ্চারা, মানচিত্রে বাংলাদেশের নাম বদলে দাও

লিখে দাও, গণপ্রজান্ত্রী মহামান্য সরকারী দল

সরি, এই পরম সত্য ছুঁড়ে দিতে একটু দেরি হয়ে গেল

প্রকৃতপক্ষে মঞ্চে দাঁড়াবার আগে এতক্ষণ

নিজের জন্য আজিমপুরের সাড়ে তিন হাত

   জায়গা বরাদ্দ নিয়ে এলাম।

দুই

আমাদের অধিকার আদায়ের জন্য

উনি রাস্তায় নামলেন,

ফিরে তাকাতেই দেখি- ঘরখানা ভষ্মিভূত- আমাদের

অশ্রুগুলােকে তৃপ্তির কার্পেটে ঢেকে

উনি বললেন- হরতাল সফল!

হায়। আমরা বৈতালিক জনগন- ওনারা যাদের অস্তিত্বে

গণধর্ষণ করে এইচ আই ভি আতংক ভরে দিচ্ছেন।

মন্তব্য: