অনিন্দিতা গুপ্ত রায়

একটা থেমে থাকা পায়ের গল্প ও জিড়িয়ে নেওয়া আলাে। অতিক্রম করে রেখাগুলাে। মুখের ছায়ার পাশে অবেলায় ঘনীভূত রােদ। হাত আঁকড়ে রুটম্যাপ চিনি। চোখ ধুয়ে জলছাপ নদী অবধি। আর শিবের গীত গাইতে গাইতে পায়ের পাতা কাদা পেরােচ্ছে, দুঃস্বপ্ল পেরােচ্ছে। এভাবে কতটা দূর আঙুলে আঙুল লেগে থাকে। বিভ্রম স্থিরবিন্দু ছুঁয়ে রঙ মুছে সাদাকালাে প্রচ্ছদে আলতােয় সম্মহনের ট্রাফিক অস্তমিত’য়। বালিতল পায়ের চিহ্ন মুছে ফেলে,.. নদীতলে চিহ্নের ক্ষত, শেষবিকেলের।

মন্তব্য: