স্বপ্ন সময়ের জন্য

Share on facebook
Share on twitter
Share on linkedin

অনিল দে মণি

অবশেষে

রোদপোড়া মৃত্তিকায় এক পশলা বৃষ্টি

ক্ষয়ে যাওয়া জীবনে প্রাণের উচ্ছ্বাস…

অনেক বিরহী রাতের বৈরী হাওয়ায় হাঙ্গর দাঁতের নীচে 

পিষ্ট হয়েছে মাস আর বছর

দূষিত বাতাসে ভেসে গ্যাছে নিরুপায় অক্সিজেন; 

আর ভ্যাপসা গন্ধে কোন কোন প্রিয়মুখের আন্তরিক 

বার্তাগুলো উবে গ্যাছে দগ্ধ কর্পুরে

উদ্ভ্রান্ত পায়ে অনেকটা পথ হেঁটে

ভালবাসার স্নিগ্ধতা খুঁজেছি সময়ের দৃঢ়তায়

অনেক রাতের পর অবশেষে আমার আঙিনায় খেলা 

করে শাদা মেঘ আর এক পশলা হাসি …। 

মন্তব্য: