স্বাধীনতার গল্প

Share on facebook
Share on twitter
Share on linkedin

মনজু রহমান

পলাশ কুঁড়িতে ছিল

ফোটেনি

দামাল অলসে ছিল

ছোটেনি

ছাত্র প্রেমিক ছিল ছাত্রী প্রেমিকা

রাখালের মাঠে ছিল ধেনুর সেবিকা।

আর যারা পথে ছিল

ছিল মিছিলে

নড়বড়ে খুব তারা 

পড়ে পিছিলে।

এক ভোরে ঢেউ এলো

কুঁড়ি হলো লাল

দামাল সরব তার 

বুকে উত্তাল।

প্রেমিক যুগল যারা হলো দলছাড়া

কালো সব অভিশাপ সবটিরে তাড়া

এক সুরে গায় গান রাখালের বাঁশি

ছড়ালো যে দেশময় ভালোবাসাবাসি

মিছিল জোয়ার হলো- আগুনের ভাঁপ

সেই স্বাধীনতার বীজ- উড়াই উত্তাপ।

মন্তব্য: