হাসান সাব্বির এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

পাথরের মূর্তি

কেউ কেউ অবাক তাকায়, দেখে পথের মাঝে দাঁড়িয়ে

আছে আস্ত একটা মানুষ। বিস্ময়ের ঘোর কাটতে বুঝে

ফেলে ওটা মানুষ নয়, মানুষের মূর্তি।

চারপাশে প্রতিদিন ঘটে যাচ্ছে কত দূর্ঘটনা, অন্যায়-

অনাচার-অবিচার..।

ভ্রুক্ষেপ নেই কোন-উপেক্ষা করি সব

মধ্যপথে দাঁড়িয়ে আছি পাথরের মূর্তি এক।

অ-সুখ

প্রতিরাতে একটা বাদুড় এসে ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত

খায়, বাঁধা দিতে পারি না বাঁধা দেবার শক্তিও নেই।

হিংস্র বাদুড়টা আঁচড়ে-কামড়ে ক্ষত-বিক্ষত করে …

লাশ হয়ে শুয়ে থাকি-জীবন্ত চোখ!

দেখি, বাদুড়ের ডানা কিভাবে হাত হয়ে যায়, গরম

রক্তের নেশা তাকে কেমন পাগল করে দেয়।

একটু একটু করে নিঃশেষ হচ্ছি প্রতিরাতে

তবুও একা নই, বাদুড়ের সাথে…

কৃষ্ণপক্ষের রাত

কেউ যেন নাম ধরে ডাকে

সাড়া দিতে পারি না; স্বরহীন বালক

শুয়ে আছি তন্দ্রার মধ্যে নিঃশব্দ প্রাণ

শুয়ােপােকা হেঁটে বেড়াচ্ছে শিরা-উপশিরায়

ডুবে যাচ্ছি কল্পলােকের জাদুবাস্তবতায়

দূরাতিক্রমী পৃথিবীর জঙ্গলে

এভাবে আলাদা হয়ে যাই দেহ থেকে অন্তরাত্মায়

মীন হয়ে ভাসি জলস্রোত বিকেলে, ..

মন্তব্য: